Featured Post
বাংলা বিষয়ে NET/JRF পাবার জন্য কীভাবে পড়বো? বাংলা নেট সেট প্রিপারেশন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
By মানস সবুজ নিয়োগী (JRF 2020) 👇
NET/JRF পাবার জন্য কীভাবে পড়বো? এই প্রশ্নটাই বেশিরভাগ জন করছেন বলে গ্রুপে বিস্তারিত পোস্টের মাধ্যেমে জানানোর কথা ভাবলাম ৷ সবাইকে আলাদা আলাদা ভাবে না বলে এখানে বলাই সুবিধাজনক ৷
কিছুজন বলছেন সহজে কীভাবে নেট বা জেআরএফ পাওয়া যায়, তাঁদের জন্য বলার, এর কোনো সহজ পন্থা নেই ৷ পরিশ্রমই শেষ কথা ৷ বহুদিন ধরে লাগাতার মনযোগের সাথে পরিশ্রম করছে কিন্তু নেট বা জেআরএফ পায়নি এমন মানুষ খুব একটা দেখিনি ৷ আমি আমার জার্নিতে যে বিষয়গুলো শিখেছি সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরছি ৷
১) সর্বপ্রথম জেনারেল পেপার নিয়ে বলি ৷ জেনারেল পেপারই হল JRF-এর আসল ডিসাইডার ৷ আমাদের বাংলার নেট পড়ুয়াদের কাছে জেনারেল পেপার একটা খুব জটিল বিষয় বলে মনে হয় ৷ যার একমাত্র কারণ ভাষা ৷ এবারেও অনেকে এমন আছেন যাদের সাবজেক্টে স্কোর ভালো হলেও জেনারেল পেপারে কমে যাওয়ার দরুন নেট বা জেআরএফ হয়নি ৷ তাই জেনারেল পেপার অবশ্যই পড়তে হবে ৷
জেনারেল পেপার পড়ার জন্য সবচেয়ে ভালো বই পিয়ারসন প্রকাশনীর কেভিএস মদানের বইটি ৷ তার সাথে NTA যতদিন পরীক্ষা নিচ্ছে সেই সমস্ত জেনারেল পেপারের প্রিভিয়াস প্রশ্নসেট গুলো সংগ্রহ করে নিয়ে অ্যানালিসিস করুন ৷ আর UNACADEMY বা YOUTUBE বা গুগলে যে বিষয়টি না বুঝতে পারা যাবে তা সার্চ করে জেনে নেওয়া আর নোট তৈরি করা ৷ এই পদ্ধতিতে পড়লে আশাকরি থিয়োরির দিকটি ভালোভাবে তৈরি হয়ে যাবে ৷
জেনারেল পেপারের যে দিকগুলিতে প্র্যাকটিস দরকার সেই দিকগুলি হল ম্যাথ, ডিআই, রিজনিং, প্যাসেজ ৷ এইগুলো প্রতিদিন নিয়ম করে প্র্যাক্টিস করুন ৷ ম্যাথ না জানলে ইউটিউবে খুব সাধারণ বিষয় যেমন পার্সেন্টেজ, রেসিও, লাভ ক্ষতি, এভারেজ ইত্যাদি বিষয়গুলো দেখে নিন, DI করার ক্ষেত্রে কাজে লাগে এগুলো ৷
তাছাড়া পরীক্ষার হলে যে প্রশ্নে কোনো একটি শব্দের অর্থ না বোঝা যাবে সেই প্রশ্নটিকে হিন্দিতে করে নিয়ে দেখে নেওয়া যেতে পারে ৷
২) সাবজেক্টে মোটামুটি অনেকেই পড়ে ফেলতে পারেন সহজ জায়গাগুলি ৷ গল্প উপন্যাস নাটক রবীন্দ্র সাহিত্য এগুলোতে কারো তেমন সমস্যা হয়না ৷ এই ইউনিটগুলি খুব স্কোরিং ইউনিট ৷ তাই যিনি প্রথম পড়া শুরু করবেন তিনি এগুলি দিয়েই করুন ৷ আর বাকিরা খুব খুঁটিয়ে এই জায়গাগুলি তৈরি করুন ৷ এক্ষেত্রে টেক্সটই ভালোভাবে পড়তে হবে, নোট করতে হবে ৷ আর বাইরের তথ্যগুলো যেমন প্রকাশকাল, কোন পত্রিকা বা আরও কোনো তথ্য ইত্যাদি থাকলে তা নোট করে নিতে হবে ৷
৩) এরপরে আসি সাবজেক্টের প্রথম ইউনিটে ৷ এখান থেকেও বেশ প্রশ্ন আসে ৷ কয়েকটি বই ফলো করলে ভালো হয় ৷
ভাষাপ্রকাশ ও বাঙ্গালা ব্যাকরণ— সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ভাষার ইতিবৃত্ত— সুকুমার সেন
সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা— রামেশ্বর শ
সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ— পরেশচন্দ্র মজুমদার
বাংলা ভাষার আধুনিকত্ত্ব ও ইতিকথা— দ্বিজেন্দ্রনাথ বসু
৪) দ্বিতীয় ইউনিট একটি খুব বিস্তৃত ইউনিট এবং এখান থেকে প্রশ্নও বেশি আসছে ৷ এবারে ১৪ টি এসেছে ৷ তাই এই ইউনিট ছাড়ার কোনো প্রশ্নই নেই ৷ তবে সবগুলো পড়তে যাওয়ার দরকার নেই ৷ তাহলে শেষ করে ওঠা যাবেনা ৷ প্রথম দিকে ছোটো টপিকগুলো যেমন চৈতন্যভাগবত, লোরচন্দ্রানী, ময়মনসিংহ গীতিকা ইত্যাদি ভালোভাবে পড়ে নোট করে নিন ৷ পরে সময়ে কুলোলে রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণবিজয় পড়া যাবে, সময় না থাকলে পড়ার দরকার নেই ৷ JRF পেতে গেলে 100% সিলেবাস কভার করার দরকার হয়না ৷
মধ্যযুগের কোনো টপিক পড়ার আগে দেখে নিন সেই টপিক থেকে আগামী বছরে কী কী প্রশ্ন এসেছে ৷ সেইভাবে নিজের পড়ার স্ট্রাটেজি ঠিক করুন ৷ টেক্সট কেনার ক্ষেত্রে ভালো প্রকাশনীর কিনবেন, যেমন সাহিত্য সংসদ ইত্যাদি ৷
৫) তৃতীয় ইউনিট থেকে একটাই কথা বলার, ছোটো কবিতাগুলো মুখস্থ করে নিন ৷ প্রতিদিন সকালে একটা করে ৷ মুখস্থ হয়ে গেলে না দেখে খাতায় লিখুন ৷ আর বড় কবিতাগুলো এক-দেড়শোবার পড়ে প্রায় মুখস্থের মত করে রাখুন ৷ প্রয়োজনে কবিতার বিশেষ গুরুত্বপূর্ণ লাইন নোট করেও রাখতে পারেন ৷
৬) নকশা উপন্যাসের ক্ষেত্রে টেক্সটই সব ৷ টেক্সট খুঁটিয়ে পড়ুন ও উপন্যাস ধরে ধরে নোট করুন ৷ সব ইউনিটের ক্ষেত্রেই নোট করবেন সেই বিষয়গুলো যা আপনার মনে থাকছেনা বা যেগুলি গুলিয়ে যাওয়ার মত তথ্য ৷ সব তথ্য লিখতে গেলে আগাগোড়া উপন্যাসটিকেই আবার লিখতে বসতে হয় ৷ কোন তথ্যগুলি গুরুত্বপূর্ণ সেটি জানতে আপনাকে সাহায্য করবে আগে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নগুলি ৷
৭) ছোটোগল্প খুব সহজ ইউনিট ৷ এটায় হয়তো কারো সমস্যা নেই ৷ থাকলে কমেন্টে বলবেন ৷
৮) প্রহসন ও নাটকের ক্ষেত্রে যে ধরণের তথ্যগুলি মনে রাখতে হবে— সংলাপ, চরিত্রের বৈশিষ্ট্য, গান সংক্রান্ত তথ্য, দৃশ্য অঙ্কের স্থান এবং অবশ্যই নাটকের অভিনয় সংক্রান্ত তথ্যগুলি ৷ তাছাড়া নাটকের ভেতরের সাধারণ তথ্যগুলোও গুরুত্বপূর্ণ ৷
৯) প্রবন্ধের ইউনিটের ক্ষেত্রে নোট তৈরি করে পড়াই ভালো ৷ কারণ এই ইউনিটে বিষয়ের গভীরে যাওয়ার প্রয়োজন আছে ৷ প্রাবন্ধিক কী বলতে চাইছেন বুঝতে হবে ৷ তাহলেই পরীক্ষায় কোনটা অশুদ্ধ অর্থাৎ এরকমটা প্রাবন্ধিক কখনই বলতে পারেননা তা ধরতে পারবেন ৷ সাময়িক পত্রের জন্য সেই সাময়িক পত্রটির প্রথম সংখ্যাটি পড়ে নিন ৷ তাছাড়া ব্রজেন্দ্রনাথ বন্দ্যো: বা সন্দীপ দত্তের সাময়িক পত্রের উপর বই দেখতে পারেন ৷
১০) রবীন্দ্র সাহিত্যে চিত্রা পুনশ্চ নবজাতকের সবকয়টি কবিতা পড়তে পারলে অতি উত্তম, না পারলে গুরুত্বপূর্ণগুলি পড়ে নিন ৷ আর কোথায় বসে লেখা বা কোন পত্রিকায় প্রকাশ অর্থাৎ বিশ্বভারতীর বইয়ে পিছনদিকে যে তথ্যগুলি থাকে তা খুব ভালো ভাবে পড়ে নিন ৷
১১) ছন্দ অলংকারের ইউনিট খুব গুরুত্বপূর্ণ ৷ এখান থেকে সহজ প্রশ্নই আসে ৷ ছন্দের ক্ষেত্রে সকলেই অপূর্ব কোলের বই পড়েন, কিন্তু প্রশ্ন এখান থেকে আসতে দেখিনি কখনও ৷ যা প্রশ্ন আসে বেশিরভাগই হয় নূতন ছন্দ পরিক্রমা—প্রবোধচন্দ্র সেন বা রবীন্দ্রনাথের ছন্দ বই থেকে ৷ তাই এইদুটো আগে পড়ে নিন, সময় থাকলে ছন্দের ইতিহাস জানার জন্য অপূর্ব কোলের বই দেখতে পারেন ৷ তাছাড়া সময়ে কুলোলে ছন্দ সরস্বতী বা মোহিতলালের ছন্দের বই বা নীলরতন সেনের বই দেখতে পারেন ৷
অলঙ্কারের জন্য অলংকার চন্দ্রিকা ও জীবেন্দ্র সিংহরায়ের বই খুব খুঁটিয়ে পড়ুন ৷ আর প্রতিদিন অলংকার প্র্যাক্টিস করুন ৷ বন্ধুর সাথে আলোচনা করতে পারেন বা বন্ধু আপনাকে প্রতিদিন পাঁচটি করে অলংকার করতে দিলেন, আপনি বন্ধুকে পাঁচটি দিলেন এভাবে খুব ভালো আয়ত্ত করা যেতে পারে ৷
১২) ভারতীয় কাব্যতত্ত্বের উপর অনেক ভালো বই আছে ৷ তার মধ্যে দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বই থেকে বেশি প্রশ্ন আসে ৷ এর বাইরে পড়তে পারেন জীবেন্দ্র সিংহরায়, অবন্তীকুমার সান্যাল, অতুলচন্দ্র গুপ্তের বই ৷
পাশ্চাত্য কাব্যতত্ত্বের জন্য একোমেব অদ্বিতীয়ম্— শিশিরকুমার দাস ৷ আর কোনো বই দরকার নেই ৷
সবশেষে বলার, পরিশ্রমের কোনো বিকল্প নেই ৷ আপনি দিনে 10 ঘন্টা পড়েন, অন্য একজন দিনে 15 ঘন্টা পড়ে, তাহলে 15 ঘন্টা যিনি পড়েন তিনিই এগিয়ে যাচ্ছেন প্রতিদিন ৷ এই ভাবনাটা মাথায় রেখে আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পরিশ্রম করুন ৷ সাফল্য আসবেই ৷ বারবার রিভাইজ করুন ৷ নোট তৈরি করে রিভাইজ খুব তাড়াতাড়ি করা যায় ৷ তাই অবশ্যই নোট তৈরি করুন ৷ নোটে সব লেখার দরকার নেই, যেগুলো আপনার মনে থাকছে সেগুলো লিখবেন না, যা মনে থাকেনা বারবার ভুলে যান বা যাবেন বলে মনে হয় সেগুলোই লিখুন ৷ চার্ট তৈরি করুন, নিমনিক্স তৈরি করুন নিজের মত করে মনে রাখার জন্য ৷ পড়ার ঘরের দেওয়াল ভরে ফেলুন চার্ট চিটিয়ে ৷ আর সবচেয়ে বড়ো কথা, বাজারচলতি নোটবইয়ের উপর নির্ভরশীল হবেন না ৷ পরীক্ষার একমাস আগে নোটবইতে কী কী আছে দেখতে পারেন ৷ কিন্তু যারা দিনের পড়া শুরুই করেন নোটবই মুখস্থ করার মধ্য দিয়ে তারা ভুল পথে আছেন ৷ যারা অতিরিক্ত সময় সোশাল মিডিয়ায় কাটান তারাও ভুল করছেন, সোশাল মিডিয়া পড়ার মনযোগ নষ্ট করে ভীষণ পরিমানে ৷ তাই ওটা ত্যাগ করাই ভালো যতদিন না সাফল্য আসছে ৷
বন্ধুদের সাথে আলোচনা করে অনেকে ভালো পড়তে পারেন, যেটা আমি কোনোদিন পারিনি ৷ নিজে নিজে পড়তেই বেশি ভালো লাগে ৷ আপনি নিজে দেখবেন কোন পদ্ধতিতে ভালো মনে থাকছে বা ভালো পড়া হচ্ছে, কারণ এটা মানুষ বিশেষে আলাদা আলাদা হয় ৷ আর কোনোরকম সাজেশন করবেন না, যে আগের বার মুক্তধারা থেকে এসেছে, এবারে আসবেনা ৷ এটা এমএ বা বিএ পরীক্ষা নয় ৷ গ্রুপের সবাইকে আমার ভালোবাসা জানাই আর যারা এই কঠিন পথটায় চলার কথা বেছে নিয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা জানাই ৷ আমার বলা বিষয়ের বাইরে কারও কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারেন ৷ এতবড় লেখায় যদি কোনো বানান ভুল বা টাইপ মিসটেক থেকে থাকে তার জন্য ক্ষমাপ্রার্থী ৷
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনায় ডুবে থাকুন ৷
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন